কালিহাতীতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটুর মতবিনিময়

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কালিহাতীতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটুর মতবিনিময় অনুষ্ঠিত। সোমবার (১২ আগষ্ট ) দুপুর ৩ টায় কালিহাতী উপজেলা হলরুমে উপজেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক এলেঙ্গা শামসুল হক মহাবিদ্যালয় সাবেক ভিপি নজরুল ইসলাম শোভার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। টিটুর আগমনে মুহূর্তে হাজার হাজার জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও মূল দলের নেতা-কর্মী উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তায়েবুর, সল্লা ইউপি সাবেক চেয়ারম্যান শামীম প্রামানিক, বাংড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সুলতান গিয়াস, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রোবায়েত হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিকভাবে সম্পাদক মো. শহীদুল ইসলাম, সাংবাদিকবৃন্দ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *