দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বদলীয় নেতাদের সঙ্গে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ আগস্ট শুক্রবার সকালে উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আহসান মাহমুদ রাসেল।
সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বছির উদ্দিন বাচ্চু, ভুলতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্বাস উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জিসান মোল্লা, সমন্বয়ক সাইদ নিলয়, সজীব, রাফি আহমেদ উৎস প্রমুখ।
সভায় জামায়াতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন দলের নেতাকর্মী ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতি হামলা, ভাংচুর, লুটপাট, অস্ত্রের মহড়া, মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড প্রতিহত করতে হবে। ঐক্যবদ্ধভাবে সকল অপরাধ প্রতিহত করতে হবে।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।