দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মিলকুড়িয়া গ্রামে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে মামলা দায়ের করেছেন ভ্যান চালক কামাল খান। মামলাটি না তোলায় সন্ত্রাসী হামলা, আহত ৩। ঘটনাটি ঘটে ১৫ জুন, শনিবার সকাল ১১টায়।
বুধবার (১৭ জুলাই) জানা যায় আহত ৩জন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন।
উল্লেখ্য, ইতিপূর্বে সাংবাদিক সম্মেলন করে কামাল খান জানান, গত ৯ জুন রাতে স্ত্রীর দেওয়া এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ গোপনাংঙ্গ কাটার সময় ব্যাথায় চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং তার স্ত্রী তাসলিমাকে ব্লেড হাতে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে কামালকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরো উল্লেখ্য, বিষয়টি মীমাংসা করার জন্য উভয় গ্রামের কিছু মাতাব্বর প্রতিদিন চাপ দিত।
পরিবারের সূত্রে জানা যায়, স্ত্রী তাসলিমা পরকীয়ায় লিপ্ত ছিলেন। কামালের বোন জামাই রোস্তম জানান, তিনি বহুবার মেয়ের মা-বাবাকে বিষয়টি জানালেও তারা কোনো সাড়া দেননি। বরং মেয়ের চাচা ও চাচী হুমকি দিয়ে বলেন, “আমাদের মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাদের গলা কেটে ফেলব।”
কামালের বোন মনোয়ারা বলেন, “আমি মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে যেতে বলি, কিন্তু মেয়ের পরিবার জোরপূর্বক আমাদের বাড়িতে রেখে যায়। আমরা দেশবাসীর কাছে সুষ্ঠু বিচার চাই।”
স্থানীয়রা জানান, আহতদের কালিহাতী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মা ঝমেলা ও ভাই কামালের অবস্থা আশঙ্কাজনক।