দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: পবিত্র আশুরা উপলক্ষ্যে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে নারায়ণগঞ্জে হাজারো মানুষের অংশগ্রহণে তাজিয়া মিছিল শুরু হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বিকেলে মিছিলটি দেওভোগ চেয়ারম্যান বাড়ী থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিআইটির মন্ডলপাড়া এলাকায় গিয়ে শেষ হবে বলে জানা গেছে।
এসময় মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল বলেন, এবারের মিছিলে আমরা জগতের শান্তি কামনার বার্তা দিতে চাই। আমাদের তাজিয়া মিছিল ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।
নগরীতে তাজিয়া মিছিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এসময় পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।