টাঙ্গাইলে পায়রা ও বেলুন উড়িয়ে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ।

শনিবার (১৩ জুলাই) সকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ সময় কলেজের অধ্যক্ষ মজিবর রহমানের সভাপতিত্বে রাবেয়া সিরাজ একাডেমিক ভবনে আলোচনা সভায় শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্ট বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৎকালীন কালিহাতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী (বর্তমানে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ) , সাবেক অধ্যক্ষ অধ্যাপক মনসুরুর রহমান, কলেজের সাবেক শিক্ষক আ: হালিম মিয়া ও লাল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন, কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম, প্রভাষক নাসির উদ্দিন ও সহকারী শিক্ষক রশিদুল ইসলাম রতন। উপস্থিত ছিলেন ইসলামিক ষ্ট‍্যাডিস বিভাগের সাবেক চেয়ারম্যান ও সাপ্তাহিক ইনতিজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ইনতিজার শিশুবৃত্তির প্রতিষ্ঠাতা, সাবেক ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ এবিএম আব্দুল হাইসহ
কলেজের প্রায় সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *