দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পশ্চিমাঞ্চলে বন্যা কবলিত অতিদরিদ্র দুঃস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার গোহালিয়াবাড়ী
ইউনিয়নের আলীপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে আলীপুর ও ভৈরববাড়ি গ্রামের চারশত পরিবারের মাঝে এ-ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১৩৩ টাঙ্গাইল-০৪ (কালিহাতী) আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনছুরুল আলম হীরা, কালিহাতী উপজেলা পরিষদের
নব নির্বাচিত চেয়ারম্যান এস এ এম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী), উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. সেহাব উদ্দিন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দীপুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন (বৃষ্টি), দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, সাবেক চেয়ারম্যান মোঃ হযরত আলী তালুকদার প্রমুখ