কালিহাতীতে ইনতিজার শিশুবৃত্তি পুরস্কার বিতরণ-২০২৩ অনুষ্ঠিত

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কালিহাতীতে ইনতিজার শিশুবৃত্তি পুরস্কার বিতরণ-২০২৩ অনুষ্ঠিত। শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০ টায় কালিহাতী উপজেলা হলরুমে সাপ্তাহিক ইনতিজার পত্রিকার সম্পাদক প্রকাশক, ইনতিজার শিশুবৃত্তির প্রতিষ্ঠাতা অধ্যাপক এবিএম আব্দুল হাইয়ের সভাপতিত্বে উদ্বোধন ও ধন্যবাদ জ্ঞাপন করেন যুদ্ধকালীন হনুমান কোম্পানির কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ফরহাদ আলী। সঞ্চালনায় ছিলেন মো. মোমিনুর রহমান, মো. এনায়েত করিম ও সৈয়দ মহসীন হাবীব সবুজ।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ। পবিত্র গীতা করেন ছোট্ট শিক্ষার্থী। ইনতিজার শিশুবৃত্তির কালিহাতী ও এলেঙ্গা কেন্দ্রের ১৬৭ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়ে সার্টিফিকেট ও ক্রেষ্ট অনুষ্ঠানের মাধ‍্যমে গ্রহন করেন। এতে শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ার প্রতিযোগিতা উৎসাহ বৃদ্ধি পায়। বক্তাগণ এ শিশুবৃত্তি প্রতিষ্ঠা করায় অধ‍্যাপক এবিএম আব্দুল হাইকে ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ইনতিজার শিশুবৃত্তি প্রতিষ্ঠা করেন অধ‍্যাপক এবিএম আব্দুল হাই। ২০২৩ সালে ৭টি কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। আগামী ২৬ জুলাই টাঙ্গাইল কেন্দ্রের বৃত্তি প্রাপ্তদের পুরষ্কার প্রদান করা হবে। ইতিমধ্যে কালিহাতীর ভুক্তা কেন্দ্র ও বাসাইল উপজেলার ফুলকি কেন্দ্রের পুরস্কার বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *