দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীর সাতুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫ টায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন ছাদেক, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
মাহমুদুল হাসান দিপুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার বৃষ্টি , কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার ও স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এক সংক্ষিপ্ত সরকারি সফরে ঢাকা বিভাগীয় কমিশনার মো:সাবিরুল ইসলাম কালিহাতী উপজেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শণ করেন।