দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীর বাগুটিয়া-বর্তা রোডে খাল ঘেঁষে রাস্তায় মাটি ধষে বিরাট গর্তে যানবাহন-পথচারীর দুর্ঘটনার সম্ভাবনা। বৃহস্পতিবার (৪ জুলাই ) টাঙ্গাইলের কালিহাতীর বাগুটিয়া সরোজমীনে দেখা যায় বাগুটিয়া খালের কোল ঘেঁষে বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজ বরাবর উত্তর দিকে বাগুটিয়া – ভর্তা রোডে টেক্সটাইল কলেজ মসজিদ গেইটের সন্নিকটে রাস্তার পূর্ব খালের কোল ঘেঁষে বিশাল গর্ত দেখা যায়। অতি জরুরিতে ব্যবস্থা না নিলে জানমালের ক্ষতির সম্ভাবনা।