নারায়ণগঞ্জে সুরুজ মিয়ার হত্যা কারি দের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া হত্যার বিচার এবং সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার সহ এলাকাবাসী।

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস
ক্লাবের সামনে এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে প্রবল বৃষ্টি উপেক্ষা করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরারর স্মারকলিপি প্রদান করেন।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, কাশিপুর ইউনিয়নের ভোলাইল শান্তিনগর এলাকার সন্ত্রাসী হীরা ও সালু সহ তার বাহিনীর লোকজন শান্তিপ্রিয় এলাকাটিকে অশান্ত করে তুলেছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পেতো না। যার কারনে হীরা ও সালু বাহিনীর প্রতিনিয়ত বেপরোয়া হয়ে উঠে। তাদের চাঁদাবাজি, দখলবাজি ও লুটতরাজ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। সন্ত্রাসী হীরা ও সালুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মামলাও রয়েছে।

বক্তারা আরো বলেন, সন্ত্রাসী হীরা ও সালু একেক মামলায় গ্রেপ্তার হয়ে কিছুদিন জেলহাজত ভোগ করার পর আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে গিয়ে ফের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। সন্ত্রাসী হীরা ও সালু বাহিনীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে তাদের হাতে প্রান দিতে হলো।

পরে কয়েক হাজার নারী পুরুষ প্রায় দুই কিলোমিটার পথ পায়ে হেটে সন্ত্রাসী হীরা ও সালু সহ জড়িত সকল আসামীদের ফাঁসির দাবির স্লোগান দিতে দিতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী মোঃ ফাতুর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার, আওয়ামী লীগ নেতা মো: শহিদ, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি কামাল আহম্মেদ, কাশিপুর ইউনিয়ন পরিষদের ৭ নংওয়ার্ডের মেম্বার শামীম আহম্মেদ, এস এম মোক্তার, হাজী মতিউর রহমান, নিহত সুরুজ মিয়ার ছেলে যুবলীগ নেতা মুন্না আহম্মেদ ও ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন কবির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *