জামিনে বেরহয়ে দেওভোগ মাদ্রাসা ও ভোলাইলে,রাসেল ও রায়হান এর জমজমাট মাদক ব্যবসা।

দৈনিক তালাশ.কমঃ শুক্রবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের মিতালী মার্কেট এলাকা থেকে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের ভাষ্য, রাসেল ওরফে বিয়াইস্তা রাসেল (৩০) ও রায়হান ওরফে হিটলার রায়হান (২৫) আফজাল প্রধান হত্যার হোতা। তারা ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী।
শনিবার বিকেলে র‌্যাব ১১-এর সিনিয়র এএসপি নিশাত তাবাসসুমের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 
এতে বলা হয়,পূর্বশত্রুতার জেরে গত ৬ এপ্রিল আফজাল প্রধানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
জানা গেছে, একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য ওইদিন সকাল ৮টার দিকে বাসা থেকে বের হন আফজাল। তিনি রিকশায় করে নারায়ণগঞ্জ জেলা আদালতে যাচ্ছিলেন। দেওভোগ মাদ্রাসার পেছনে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কোপায় তাঁকে। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আফজালের বাবা এবাদুল হোসেন প্রধান বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। এতে আসামি হিসেবে ১৬ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও পাঁচ-ছয়জনকে। 
র‌্যাব-১১ গোয়েন্দা দল পলাতক আসামিদের গ্রেপ্তারে অনুসন্ধান শুরু করে। শুক্রবার রাতে রাসেল ও রায়হানকে গ্রেপ্তার করে তারা। র‌্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দু’জন আফজাল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে স্বীকার করেছে। টাকার বিনিময়ে তারা বিভিন্ন হত্যাকাণ্ডে অংশ নেয়।
জানা গেছে, রাসেলের বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যাসহ নানা অপরাধে সাতটি ও রায়হানের বিরুদ্ধে একই থানায় দুটি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে পাঁচটি মামলা রয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *