নওগাঁয় ১৬৯ তম সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে  ১৬৯ তম সান্তাল বিদ্রোহ দিবস উপলক্ষে রোববার পত্নীতলার চাঁদপুকুর মিশনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাসের আশা প্রকল্প, ডাসকো ফাউন্ডেশনের থ্রাইড প্রকল্প, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফাদার ইনচার্জ চাঁদপুর শান্তিরাজ ধর্মপল্লীর সহযোগীতায় পারগানা বাইসি এ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁদপুকুর ধর্মপল্লীর পাল পুরহিত ফাদার বেলিসারিও সিরো মান্তোয়া। পারগানা সভাপতি মি. লুইস সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, কৃষ্ণবল্বভ ধর্মপল্লীর ফাদার পাত্রাস হাসদা। বিশেষ অতিথি ছিলেন, ফাদার সুবল কুজুর, কারিতাসের মাঠ কর্মকর্তা হোসান্না সাহদা, এলআইএল এর এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডি। এসময় উপস্থিত ছিলেন, ডাসকো ফাউন্ডেশনের থ্রাইড প্রকল্পের উপজেলা অফিসার রীতু মালো প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *