কালিহাতীতে যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে দেশের জনপ্রিয় দৈনিক যায়যায়দিন  পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৯ বছরে পদার্পণ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালিত । বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১ টায় কালিহাতী প্রেসক্লাবে ১৯ বছরের পদার্পদ উপলক্ষে এ আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, কেককাটা, র‍্যালি, দোয়া মাহফিল ইত্যাদি।

কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিতের সভাপতিত্বে, সাবেক একাধিক বারের সভাপতি শাহ আলমের উপস্থিতিতে , ও যায়যায়দিনের কালিহাতী প্রতিনিধি রাইসুল ইসলাম লিটনের সঞ্চালনায়  বক্তব্য রাখেন, কালিহাতী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাবেক সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, সাবেক সভাপতি তারেক আহমেদ,  ক্রীড়া সম্পাদক নূর নবী রবিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শামীম আল মামুন, কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ, সাংবাদিক সোহেল রানা, মনির হোসেন, জাতীয় দৈনিক আমার বার্তা’র কালিহাতী প্রতিনিধি, টাঙ্গাইলের সাপ্তাহিক ‘ইনতিজার’ পত্রিকার সহ-সম্পাদক, অনলাইন পোর্টাল  দৈনিক তালাশ ডটকমের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও শুভেচ্ছা টিভি (ইউটিউব) চ‍্যানেলের স্বত্বাধিকারী সৈয়দ মহসীন হাবীব সবুজ প্রমূখ। এ উপলক্ষ্যে কালিহাতী  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন দেশখ্যাত দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *