সোনারগাঁও উপজেলা নব নির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম দায়িত্ব পালনের ভার গ্রহণ করেছে

দৈনিক তালাশ.কমঃজীবন আহমেদ,স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম । বর্নাঢ্য র্্যালীর মাধ্যমে উপজেলা পরিষদ কার্যালয়ে । প্রথম কার্যদিবস পালন করেছেন।বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী হাজার হাজার সমর্থক মোগরাপাড়া চৌরাস্তা ও উপজেলা পরিষদ চত্বরে এসে প্রথমে জমায়েত হন, পরে নেতকর্মী ও সমর্থক এবং সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে একটি বিজয় র‌্যালী বের করেন। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনতার ভালোবাসায় নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামকে সিক্ত করেন, সোনারগাঁওয়ে এমন বিরল জন সমুদ্রের ঘটনায় যা ইতিহাস সৃষ্টি করেছেন।

এদিকে উপস্থিত জনতাকে উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম বলেন, আমি আপনাদের সোনারগাঁওবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা গভীর ষড়যন্ত্র উপেক্ষা করে, শত প্রতিকুলতার মধ্যেও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি কালাম আপনাদের সেবক হয়ে, আপনাদের কালাম হয়েই শেষ নিঃশাস পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই।
উপজেলা চত্বর প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী, মহিলা ভাইস ফরিদা পারভীন শ্যমলী চৌধুরী, । বিশিষ্ট শিল্পপতি মনির হোসেন, বাংলাদেশ শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা ফিরোজ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের । সদস্য এরফান হোসেন দীপ, সাবেক উপজেলা যুবলীগের । সভাপতি গাজী মজিবুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগের । সভাপতি রাসেল মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা। সামসুজ্জামান সামসুসহ দলীয় নেতা-কর্মী এবং উপজেলা। প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *