দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদ হোসেন (১৭)নামের একজনের মৃত্যু হয়েছে এবং মাসুদ সিদ্দিক (১৬) নামের একজন আহত হয়েছেন। সোমবার(২৪ জুন) সকাল ১১:৩০মিনিটে এ দুর্ঘটনা ঘটে।নিহত জিহাদ হোসেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের রোদইল গ্রামের আ:সামাদের ছেলে এবং আহত মাসুদ সিদ্দিক একি এলাকার মোকসেদ হোসেনের ছেলে।
স্হানীয় সূত্রে জানা যায়,নিহত জিহাদ হোসেন বাসা থেকে মটরসাইকেল নিয়ে নওগাঁর উদ্দেশ্য যাচ্ছিলেন। পথেমধ্য নওগাঁ – মহাদেবপুর মহাসড়কের দক্ষিণ হোসেনপুর এলাকার বসনা ব্রিজ সংলগ্ন মেইন রোডে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই জিহাদ হোসেনের মৃত্যু হয়।ঘটনাস্থল থেকে স্থানীয়রা মৃত জিহাদ হোসেন ও আহত মাসুদ সিদ্দিককে মহাদেবপুর সদর হাসপাতালে নিয়ে আসেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, এ ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখি একজন নিহত এবং একজন আহত হয়েছেন।তিনি আরো বলেন আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
নওগাঁ।