দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :কালিহাতীতে ট্রাক-প্রাইভেট কার ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ।
শুক্রবার (১৪ জুন) আনুমানিক ভোর ৩ টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজের সামনে টাঙ্গাইল -ময়মনসিংহ মহাসড়কে এ সংঘর্ষ ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, মাদারগঞ্জ থেকে একটি ট্রাক
১৫ টি গরুসহ ঢাকার উদ্দ্যেশে যাওয়ার সময় অপরদিক থেকে আসা পর পর ২ টি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। প্রথম প্রাইভেট কারটি ধাক্কা খেয়ে খাঁদে পড়তে গিয়ে গাছের সাথে আটকে যায়। চালক অক্ষত অবস্থায় বেঁচে যান। দ্বিতীয় প্রাইভেট কারটি মুখোমুখী সংঘর্ষে প্রাইভেট কারের সন্মুখভাগ ধলামুচড়ে চ্যাপ্টা হয়ে যায়। ফলে উক্ত কারের ড্রাইভার ও একজন যাত্রী মারা যান।