ঘাটাইলে কাভার্ড ভ্যান – মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ড ভ্যান – মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে আটটায় টাঙ্গাইল – ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইলের কদমতলী এই দুর্ঘটনা ঘটে। উপজেলার কদমতলী বাজারের উত্তর পাশে মেসার্স জামাল কয়েল এন্ড লাকড়ি মিলের পশ্চিম পাশে মিনি কাভার্ড ভ্যান এবং মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘাটাইল থানা পুলিশ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে এবং গুরুতর আহত তিনজনের দুইজনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার আলমগীর হোসেন বাদশাহ (৪৮) কে মৃত ঘোষণা করেন। মোটর সাইকেলের অপর আরোহী জুয়েলকে (৪৫) কালিহাতী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন।
অপরজন গুরুতর আহত শামসুজ্জামান আদিলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাদশা উপজেলার গারট্ট গ্রামের মৃত জুলহাস উদ্দিন এর ছেলে। জুয়েল ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে গোপালপুরে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *