টাঙ্গাইলে ১২টি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :৬ষ্ঠ উপজেলা নির্বাচনে টাঙ্গাইলে প্রথম-চতুর্থ ধাপে ১২টি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা। প্রথম ধাপ ৯মে, দ্বিতীয় ধাপ ২১ মে, তৃতীয় ধাপ ২৯ মে ও চতুর্থ ধাপ ৫ জুন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত।

প্রথম ধাপে মধুপুর ও ধনবাড়ী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত
মধুপুর
এডভোকেট ইয়াকুব আলী (আনারস) ৭৩ হাজার ৩২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছরোয়ার আলম খান আবু পেয়েছেন ৫১,০৮৭ ভোট। 

ধনবাড়ী
ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবদুল ওয়াদুদ তালুকদার সবুজ (মোটর সাইকেল) ৩০ হাজার ৭৩০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুনার রশীদ হীরা (ঘোড়া) পেয়েছেন ২৯ হাজার ২৯৯ ভোট।

দ্বিতীয় ধাপে কালিহাতী, ঘাটাইল ও ভূয়াপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত

কালিহাতী
চেয়ারম্যান পদে এস এ এম সিদ্দিকী আনারস প্রতিক পেয়েছেন ৫২৯১০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ার হোসেন মোল্লা মোটরসাইকেল প্রতীক পেয়েছে ৪৫ হাজার ৬শ ৮৫।

ঘাটাইল
ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুহাম্মদ আরিফ হোসেন (আনারস) ৫২ হাজার ৩১৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. লোকমান হোসেন (মোটর সাইকেল) পেয়েছেন ৪১ হাজার ৯৫৩ ভোট।

ভূয়াপুর
ভূয়াপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নার্গিস বেগম (দোয়াত-কলম) ৩০ হাজার ৩৬৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফিরোজ চৌধুরী (হেলিকপ্টার) পেয়েছেন ৫ হাজার ৮৩৯ ভোট।

তৃতীয় ধাপে টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর
টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে তোফাজ্জল হোসেন তোফা ৪২ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফারুক হোসেন পেয়েছেন ৩৫ হাজার ২০৮ ভোট।

দেলদুয়ার
দেলদুয়ার উপজেলায় মাহমুদুল হাসান মারুফ ২৯ হাজার ২৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টেলিফোন প্রতীকে এম শিবলি সাদিক পেয়েছেন ১৮ হাজার ৯৫৪ ভোট।

নাগরপুর
নাগরপুর উপজেলায় কেএম সালমান শামস (আনারস) ৩৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুছ ছামাদ (ঘোড়া) পেয়েছেন ১৯ হাজার ৮১৭ ভোট।

চতুর্থ ধাপে মির্জাপুর, বাসাইল ও সখীপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত

মির্জাপুর:
আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত আনারস প্রতীকে ৫৫ হাজার ৬৪৪ ভোট পেয়ে মির্জাপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম মোজাহিরুল ইসলাম মনির কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৮৮৪ ভোট।

বাসাইল:
কাজী অলিদ ইসলাম আনারস প্রতীকে ২৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে তৃতীয়বারের মতো বাসাইল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহা. শহীদুল ইসলাম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৬৫৯ ভোট।

সখীপুর:
মুহাম্মদ আবু সাঈদ মিয়া আনারস প্রতীকে ৩৭ হাজার ৭৯১ ভোট পেয়ে সখীপুর উপজেলা চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের সানোয়ার হোসেন সজিব গামছা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪১ ভোট।

গোপালপুর:
গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কেএম গিয়াস উদ্দিন (দোয়াত-কলম) ৩৩০৫১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আইয়ূব খান (হেলিকপ্টার) পেয়েছেন ৯ হাজার ৫৪৪ ভোট।
উল্লেখ্য, প্রথম ধাপের স্থগিত নির্বাচন চতুর্থ ধাপের সাথে অনুষ্ঠিত হয়।

ধনবাড়ী

ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবদুল ওয়াদুদ তালুকদার সবুজ (মোটর সাইকেল) ৩০ হাজার ৭৩০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুনার রশীদ হীরা (ঘোড়া) পেয়েছেন ২৯ হাজার ২৯৯ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *