দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর রাণীনগর উপজেলায় রাহিদ সরদার (কাপ-পিরিচ) এবং আত্রাই উপজেলায় বর্তমান চেয়ারম্যান এবাদুর রহমান (কৈ মাছ) নির্বাচিত হয়েছেন। এছাড়া রাণীনগরে ভাইস চেয়ারম্যান পদে প্রদ্যুত কুমার প্রামানিক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুমা বেগম এবং আত্রাই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে হাফিুল শেখ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী নির্বাচিত হয়েছেন। রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সম এবং আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস এই ফলাফল ঘোষণা করেন।
বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত দুই উপজেলার ১৩৭ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে রাণীনগর উপজেলায় ৭০টি কেন্দ্রে মোট এক লাখ ৬২হাজার পাঁচ জন ভোটারের মধ্যে ৬৭হাজার ৪১৭জন ভোটার ভোট প্রয়োগ করেন। এই উপজেলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৯জন প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার কাপ-পিরিচ প্রতিকে ২৩হাজার ৪৬৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান কৈ মাছ) প্রতিকে পেয়েছেন ১৪হাজার ৫৪৮ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোট সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে প্রদ্যুত কুমার চশমা প্রতিকে ১৬হাজার ৪১৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জারজিস হাসান মিঠু টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ১২হাজার ৪৮ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে রুমা বেগম পদ্ম ফুল প্রতিকে ৩২হাজার ১৩৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মর্জিনা বেগম প্রজাপ্রতি প্রতিকে পেয়েছেন ১৩হাজার ২০ভোট। আত্রাই উপজেলায় মোট ৬৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় মোট এক লক্ষ ৭০হাজার ১৫২জন ভোটারের মধ্যে ভোট পরেছে ৭৩হাজার ২৪৮টি। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে বর্তমান চেয়ারম্যান ও আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবাদুর রহমান কৈ মাছ প্রতিকে ২১হাজার ৪৮৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজার রহমান জোড়া ফুল প্রতিকে পেয়েছেন ১৩হাজার ৮৭৯ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে হাফিজুল শেখ চশমা প্রতিকে ৩৩হাজার ৫১৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফছার আলী প্রামানিক তালা প্রতিকে পেয়েছেন ৩২হাজার ২৭৪ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী কলস প্রতিকে ৩৬হাজার ৪২৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মিতু বানু ফুটবল প্রতিকে পেয়েছেন ২২হাজার ১১ভোট।