ডিবি ওসি মীর মোশাররফ হোসেন সহ টিমের নাগরপুরে নির্বাচনে বিশাল ভূমিকা

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি :ডিবি (নর্থ) ওসি মীর মোশাররফ হোসেন ও সেকেন্ড অ: মো. সিদ্দিকসহ টিম নাগরপুরে নির্বাচনে বিশাল ভূমিকা। বুধবার (২৯ মে) সকাল ৮টা বিকেল ৪টা পযর্ন্ত সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে ভোটারগণ ভোটাধিকার প্রয়োগ করেন।

টাঙ্গাইলের ডিবি (নর্থ) অফিসার ইনচার্জ  মীর মোশাররফ হোসেন ও সেকেন্ড অফিসার মো. সিদ্দিকসহ তাঁদের টিম নাগরপুর উপজেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও ভোট কেন্দ্রগুলি শান্তিপূর্ণ রাখতে বিশাল ভূমিকা রাখেন। প্রখর রোদে তীব্র গরমে এক কেন্দ্র থেকে অপর কেন্দ্র সর্বদা সরোজমীনে মুভমেন্টসহ মনিটরিং করে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন।

উল্লেখ্য, নাগরপুর উপজেলায় কে এম সালমান শামস (আনারস)  ৩৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুছ ছামাদ (ঘোড়া)  পেয়েছেন ১৯ হাজার ৮১৭ ভোট।

টাঙ্গাইল সদর, দেলদুয়ার এবং নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটরগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে তিনটি উপজেলায় ১৫ জন চেয়ারম্যান প্রার্থী, ১৯ জন ভাইস চেয়ারম্যান ও ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ নির্বাচন ৩জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে টাঙ্গাইলের ডিবি (নর্থ) অফিসার ইনচার্জ  মীর মোশাররফ হোসেন ও সেকেন্ড অফিসার সিদ্দিকসহ তাঁদের নাগরপুর উপজেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহে শান্তিপূর্ণ রাখতে বিশাল ভূমিকা রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *