দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানার বেশ কয়েকটি স্পটে খাবার বিতরণ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়।
এসময় ফতুল্লা থানার ফতুল্লা ইউনিয়ন, এনায়েতনগর ইউনিয়ন ও কাশিপুর ইউনিয়ন এর সকল ওয়ার্ড ও বিভিন্ন এলাকার অর্ধশতাধিক স্পটে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সহ একাধীক নেতাকর্মী এ দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহন করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, জিয়াউর রহমান সেদিন সকল দলের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। আজ তার পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। তার দল বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে এই স্বৈরাচারী সরকার। বর্তমান আওয়ামীলীগ সরকারের কারণে বাংলাদেশে আজ গণতন্ত্র হারিয়ে গেছে। সেই গণতন্ত্র ফিরে আনতে বাংলাদেশে বিএনপি সরকার আবারো দরকার।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, আজ সরকার জোর করে ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করতে নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে জেলে ভরে দিচ্ছে। তারা এত জুলুম অত্যাচার করার পরও বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি। বিএনপি এখন আরো অনেক শক্তিশালী হয়েছে। আগামী দিনে সরকার পতন আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহ্বান জানান এই নেতা।