দৈনিক তালাশ.কমঃগতকাল ২৩ মে ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২২.৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি আবাসিক হোটেল এর ছাদের উপর কতিপয় ডাকাত দলের সদস্য ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে।পরবর্তীতে র্যাবের উক্ত আভিযানিক দল ঘটনাস্থলে পৌছালে দেখতে পায় ১১ জন যুবক সমবেত হয়ে সন্দেহজনক অবস্থায় শলাপরামর্শ করছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ডাকাত দলের সদস্যরা সেখান থেকে দ্রæত পালানোর চেষ্টা করলে র্যাবের উক্ত আভিযানিক দল ডাকাত চক্রের মূলহোতা ১। মোঃ রাকিব হোসেন (২০), পিতা- মোঃ মিলন, সাং-মাতুয়াইল জঙ্গলবাড়ী, থানা-যাত্রাবাড়ী, ঢাকাসহ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যান্য ব্যক্তিদের নাম ২। মোঃ ইয়াছিন (২০), পিতা- মোঃ ইউনুছ হাওলাদার, সাং- ধানসাগর, থানা- মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট , ৩। মোঃ সজিব (২৮), পিতা- মৃত বাবুল, মাতা- নুরজাহান, সাং- আইচা হাওলা, থানা- বাবুগঞ্জ, জেলা-বরিশাল, ৪। মোঃ রায়হান @ হৃদয় (২৮), পিতা- মোঃ বাদশা মিয়া,সাং- মানিকনগর নাজিমউদ্দিন গলি, থানা-মুগদা, ঢাকা, ৫। আকাশ মাঝি (১৯), পিতা- মাঈনউদ্দিন মাঝি, সাং- মাঝিকান্দি, থানা- সখিপুর, জেলা- শরিয়তপুর, ৬। মোঃ সজিব (১৯), পিতা- মোঃ ফজু রহমান, সাং- শনির আখড়া, হাজী মসজিদ, থানা- যাত্রাবাড়ি, ঢাকা, ৭। রাব্বি হোসেন (২৬), পিতা- রফিকুল ইসলাম, সাং- রায়েরবাগ, রশিদবাগ, থানা- যাত্রাবাড়ি, ঢাকা, ৮। মোস্তাকিম (২৮), পিতা- মোরছালিন, সাং- নবীনগর, থানা- যাত্রাবাড়ি, ঢাকা, ৯। মোঃ রাহাদ (২৭), পিতা- আবু তাহের, সাং- কুতুবখালী খান ভিলা,থানা-যাত্রাবাড়ি, ঢাকা, ১০। শান্ত আহমেদ (২৫), পিতা- মৃত কালু মিয়া, সাং- দক্ষিন কুতুবখালি, থানা- যাত্রাবাড়ি, ঢাকা, ১১। মোঃ আলী (২৫), পিতা- শুকুর আলী সরদার, সাং- গোসাইবাগ, থানা- মুন্সিগঞ্জ সদর, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ডাকাতির উদ্দেশ্যে হেফাজতে রাখা ০১ টি ছোরা, ০১ টি রামদা, ০১টি হাসুয়া, ০২টি হাতলযুক্ত লম্বা ছুরি উদ্ধার করা হয়।