টাঙ্গাইলের কালিহাতী, ঘাটাইল ও ভুয়াপুরে দ্বিতীয় ধাপে নির্বাচন

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি : টাঙ্গাইল জেলার তিনটি উপজেলা যথাক্রমে কালিহাতী, ঘাটাইল ও ভুয়াপুরে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে নির্বাচন আজ। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে কালিহাতী সহকারি রিটার্নিং অফিসার ও কালিহাতী নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন জানান, নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কালিহাতী উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শামসুজ্জামানের দেয়া তথ্য অনুযায়ী কালিহাতীতে মোট ভোটার ৩ লক্ষ ৫৮ হাজার ৭৬৭। তন্মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৮১ হাজার ৪৩২ ও মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৭৭ হাজার ৩৩৩। কালিহাতীতে মোট ইউনিয়নের সংখ্যা ১৩ টি ও পৌরসভার সংখ্যা ২টি। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১১৫ টি। প্রিজাইটিং অফিসারের সংখ্যা ১১৫, সহকারি প্রিজাইটিং সংখ্যা ৯২৫, পোলিং অফিসার ১৮৫০। স্টাইকিং ফোর্স হিসেবে বিজিবি চারটি টিম, প্রতি টিমে একজন করে ম্যাজিস্ট্রেটসহ কাজ করবেন। বিজ্ঞ মাজিস্ট্রেটসহ র‍্যাবের একটি টিম কাজ করবে। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার দায়িত্ব পালন করবেন। কালিহাতীতে চেয়ারম্যান পদে ৩জন ভাইস চেয়ারম্যান ও ২জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে – ৪ জন হলেন, শামীম আল মুনসুর (আজাদ সিদ্দিকী),  আনোয়ার হোসেন মোল্লা ও বীর মুক্তিযোদ্ধা
হাসমত আলী (নেতা) । ভাইস চেয়ারম্যান -৫ জন হলেন, মো: আব্দুল বারেক, মাহমুদুল হাসান দিপুল, মো: আখতারুজ্জামান,  মোঃ আব্দুল্লাহ সরকার ও মো: জমিরুউদ্দিন আমেরী। মহিলা ভাইস চেয়ারম্যান – ২ জন হলেন, বৃষ্টি আখতার ও রিনা পারভীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *