দৈনিক তালাশ.কমঃ নানা অনিয়ম, জালভোট, প্রভাব বিস্তার, হুমকি- ধামকির মধ্যদিয়ে শেষ হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নির্বাচন। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দিনভর প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। কোনো কেন্দ্র দীর্ঘ সময় ধরে ফাঁকা ছিল। তবে কেন্দ্রের ভেতর ও বাইরে ক্ষমতাসীন দলের প্রার্থীদের প্রভাব বিস্তার ছিল চোখে পড়ার মতো। অনেক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।
সকালে সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ ও চর হোগলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বাবুল ওমরের পক্ষে জাল ভোট দিতে এসে সংবাদকর্মীদের দেখে দৌড়ে পালিয়ে যায়। এ সময় ব্যালেড বইয়ে আগে থেকেই আনারশ প্রতীকে সিল মারা একটি বই সাংবাদিকদের কাছে পরলে তাদের নানাভাবে ম্যানেজের চেষ্ঠা চালানো হয়। পরবর্তীতে দায় অস্বীকার করেন ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার।
অপরদিকে, সকালে সোনারগাঁ উপজেলার সনমান্দি এলাকায় দড়িকান্দি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে থেকে রাম দা, ছুরিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টায় কেন্দ্রের বাইরে পরিত্যক্ত স্থানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করলে এর ভেতর থেকে ৩/৪ টি রাম দা ও ছুরিসহ দেশীয় অস্ত্র পাওয়া যায়। তবে ঘটনাস্থলে কেউ না থাকায় কাউকে আটক করা যায়নি। দেশীয় অস্ত্রগুলো কারা এখানে রেখেছে সে ব্যাপারে খোঁজখবর নেয়াসহ তদন্ত করা হচ্ছে।