দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁর পত্নীতলাতে ডিভাইসের মাধ্যমে পর্ণগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে মূলহোতাসহ সাত ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা । শনিবার ১১ মে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার ১২ মে দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫।
আটককৃতরা হলো, উপজেলার গুটিন গ্রামের মো. আল আমিন (২১), একই গ্রামের অনুকুল (২৮) বদলপুর গ্রামের কৃষ্ণ বাবু (২৮), একই গ্রামের মো. মোকছেদুল মমিন (২৫), মনষা (২৮), মধইল গ্রামের মো. করিম (২৩), ও মানাষী গ্রামের মো. ফরিদুল ইসলাম (২২)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত আসামীগণ পত্নীতলা বটতলী বাজার এলাকায় তাদের দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে অশ্লীল সিনেমা ও ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে সরবরাহ করত। আর এই কাজগুলো চলতো পর্ণগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় চক্রের মূলহোতা কৃষ্ণের নেতৃত্বে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করে সত্যতা পাওয়া যায়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল শনিবার সন্ধ্যার দিকে তাদের নিজ দোকানে অভিযান চালিয়ে ওই সকল পর্নো ব্যবসায়ীদেরকে আটক করতে সমর্থ হয়। পরবর্তীতে আটককৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জেলার পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পত্নীতলা থানায় অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, আটককৃতদের রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নওগাঁ।