দৈনিক তালাশ.কমঃ রবিবার ( ১২ মে ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
তিনি বলেন, মা কে হারিয়েছি, সকল মায়েদের জন্য দোয়া করি। মায়েদের ঋন কারো পক্ষে শোধ করা সম্ভব না। মায়েদের সঙ্গে তার সন্তানরা ভালো আচরণ করুক এই কামনা।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সাকিব আল রাব্বির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আনজুমান আরা আকসির, নারায়ণগঞ্জ শিশু একাডেমির জেলা কর্মকর্তা ইসরাত জাহান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষীকা মাসুদা আক্তার প্রমুখ।