নওগাঁয় ৫০ শতাংশের ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ও কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁর রাণীনগরে ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ মে)সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রণসিংগার গ্রামের কৃষক নাহিদ শাহের হাতে হারভেস্টার মেশিনের চাবি তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এ্যাড. ওমর ফারুক সুমন। এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, এমপির সহধর্মিণী কোরাতুল আইন ছড়া প্রমুখ।

উপজেলা কৃষি বিভাগ জানায়, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে রাণীনগর উপজেলায় ৬জন কৃষক ৬টি কম্বাইন হারভেস্টার মেশিন পাবে। এর মধ্যে উদ্বোধনের সময় একজনকে দেওয়া হয়েছে। আবার বাকি ৫টি হারভেস্টার মেশিন আগামী ১৫ মে’র মধ্যে বিতরণ করা হবে।
নওগাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *