দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মধুপুরে এডভোকেট ইয়াকুব আলী বেসরকারিভাবে নির্বাচিত। বুধবার (৮ মে) টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলায় প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সহকারি রিটার্নিং অফিসার ও মধুপুর উপজেলা নির্বাচন অফিসার ফারহানা শিরিন স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল বার্তা প্রেরণ ফলাফল অনুযায়ী এডভোকেট ইয়াকুব আলী (আনারস) ৭৩ হাজার ৩২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছরোয়ার আলম খান আবু পেয়েছেন ৫১,০৮৭ ভোট। একই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোঃ সজিব তালা প্রতীকে ৪৪ হাজার ৪১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। কার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শামসুল আরেফিন পেয়েছেন
৪৩ হাজার ৩৫৩ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিগার সুলতানা রুবি ৭২ হাজার ৯ শত ৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি সন্ধ্যা সিমসাং পেয়েছেন ২৩২১০।
উল্লেখ্য, মধুপুর উপজেলায় ৯০ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ৫৫ হাজার ২১৮। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ৭২৯। শতকরা প্রদত্ত ভোট ৫২ দশমিক ০১।
নির্বাচন পরিদর্শন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। তার দিকনির্দেশনায় মধুপুর সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি ও থানা অফিসার ইনচার্জ ইনচার্জ মোল্লা আজিজুর রহমান তাঁর চৌকস পুলিশ অফিসারদের নিয়ে মধুপুর উপজেলাকে নিরাপত্তার চাদরের প্রাচীর তৈরি করেন। যেকারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সাত প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র্যাব, প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ, ১৫ জন আনসার সদস্য এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন