শিবু মার্কেটে অরিয়ান পার্কিং এন্ড মটরস্ এর শুভ উদ্বোধন

দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে অরিয়ান পার্কিং এন্ড মটরস্ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মে) বাদ মাগরিব ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সি.এন.জি পাম্প সংলগ্ন এলাকায় এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
ববিতা নিটিংস এর মালিক ববিতা আক্তার জানান, এই শহরে অনেকেরই ব্যক্তিগত গাড়ি রয়েছে। কিন্তু তাদের সকলের নিজের জায়গা নেই যেখানে তারা গাড়ি পাকিং করবে। আবার অনেক স্থানীয় বাসিন্দা রয়েছে যাদের গাড়ি ক্রয় করার সামর্থ্য রয়েছে কিন্তু জমি স্বল্পতার কারনে গাড়ি ক্রয় করতে পারছেনা। সে সকল বাসিন্দাদের জন্য তৈরি করা হয়েছে অরিয়ান পার্কিং এন্ড মটরস্। এখানে সি এন জি, অটো ও রাখা জাবে, তবে আমি এ প্রতিষ্ঠানটি তৈরি করতে গিয়ে আমার স্বামী বাদশা মিয়া লস্কর (লন্ডন প্রবাসী) আমাকে অনেক বেশী সহযোগিতা করেছেন। যেহেতু এ ধরনের প্রতিষ্ঠান নারায়ণগঞ্জে নেই তাই আমরা এটা নিয়ে খুবই আশাবাদী।
এসময় প্রতিষ্ঠানের সফলতার জন্য মিলাদ শেষে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের কর্ণধার এবং তার ব্যবসায়ীক অশিংদার এনামুল হক সহ তার পরিবারের অন্যান্য সদস্যগণও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *