দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :কালিহাতী উপজেলা নির্বাচনে-আনোয়ার, আখতার ও বৃষ্টি কালিহাতীর সৃষ্টি” বললেন টাঙ্গাইল ৪ (কালিহাতী) আসনের সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী। রবিবার (৫ মে) সন্ধা ৭ টায় কালিহাতীর জয়বাংলা অঙ্গনে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারীর আহবানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোটরসাইকেল প্রতিকের প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল মার্কার প্রার্থী আখতারুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতিকের প্রার্থী বৃষ্টি,
এলেঙ্গা পৌর মেয়র নূরে আলম সিদ্দিকী, বাংড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সহদেবপুর ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান ফরিদ, গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, দশকিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়া, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদ, কোকডোহরা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, কালিহাতী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিস মোল্লা, কালিহাতী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোতালেব, বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ শাহিদুল হাসান শাহিন, উপজেলার সমস্ত ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। উক্ত মিটিংয়ে আওয়ামী লীগের প্যানেল ঘোষণা করা হয়। উক্ত প্যানেল অনুযায়ী আনোয়ার, আক্তার ও বৃষ্টি আওয়ামী লীগের সৃষ্টি ঘোষণা করেন। ২১ মে তারিখে তাদেরকে বিপুল ভোটে বিজয় করার আহ্বান জানান ।