দৈনিক তালাশ.কমঃবৃহস্পতিবার (০২ মে) নারায়ণগঞ্জ ফতুল্লা থানার মুসলিমনগর মরাখাল এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসীর মাধ্যমে ফতুল্লা মডেল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। আত্মহত্যাকারী যুবক রুহুল আমীন ওরফে রিপন নেত্রকোনা জেলার মলিক্কপুর বড় বাড়ি এলাকার মৃত জৌনদ্দিন আহম্মেদের ছেলে।
এ ব্যাপারে আত্মহত্যাকারী যুবকের স্ত্রী সুমা জানায়, আমার স্বামীর সাথে বৃহস্পতিবার বিকালে মুঠোফোনে তার মায়ের সাথে কথা কাটা-কাটি হয়। পরে মুঠোফোনে কথা শেষে এক পর্যায়ে আমার সাথেও রাগারাগি করে। পরে আমি পাশের বাসার ভাবিকে ডেকে আনতে গেলে ওই সময় রিপন ফাঁকা বাসা পেয়ে অভিমান করে নিজ ঘরের ফ্যানের হুকের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।