দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৫ আসনে চারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা তল্লাশীকারক কল্যান সমিতির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা তল্লাশীকারক কল্যান সমিতির সাধারন সম্পাদক গোলাম সারোয়ার শুভর উদ্যোগে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা দলিল লিখক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ সদর দলিল লিখক সমিতির সাধারন সম্পাদক সুজন প্রধান,
নারায়ণগঞ্জ জেলা তল্লাশীকারক কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক সুমন ভুইয়া, সিনিয়র সহ সভাপতি স্বপন ভুইয়া, সহ সভাপতি কাজী সবুজ, কোষাধক্ষ তপু ভুইয়া সহ রেজিস্ট্রি অফিসের দলিল লিখকবৃন্দ ও তল্লাশীকারকবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন রেজিস্ট্রি অফিসের তল্লাশী কারক সিমরান, আজমীর, লিংকন, শাওন ।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে নারায়ণগঞ্জ জেলা তল্লাশীকারক কল্যান সমিতির পক্ষ থেকে সাধারন পথচারীদের মাঝে স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।