দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কালিহাতী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনসার আলী বি কম এর মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) কালিহাতী উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনসার আলী বি কম তার অসুস্থার কারণ দেখিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেন। মুঠোফোনে আলহাজ্ব আনসার আলী বি কম এর সাথে যোগাযোগ করলে তিনিই এ তথ্য নিশ্চিত করেন। এ প্রত্যাহারের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমানে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা ও বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী ।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য ছিল। ৪জন চেয়ারম্যান, ৫জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ২জন মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়নপত্র দাখিল করেন। ২১ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন ধার্য ছিল। সকল প্রার্থীকে বৈধতা ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জিয়াউল ইসলাম চৌধুরী। ২ মে প্রতিক বরাদ্দ ও ২১ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।