নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে নজরুল ইসলাম বাবুর দোয়া

দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম নাসিম ওসমান এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পুলিশ লাইন টাগারপাড় এলাকার সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম বাবু’র আয়োজনে দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে ফতুল্লার পুলিশ লাইন টাগারপাড় এলাকায় এ দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের জনপ্রিয় প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম নাসিম ওসমানের সুযোগ্য পুত্র আজমেরী ওসমান।

এসময় প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও ঐতিহ্যবাহী ওসমান পরিবারের উত্তরসূরী আজমেরী ওসমান সহ তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ‌বি‌শেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে দোয়া ও মোনাজাত শে‌ষে গ‌রিব ও অসহায়‌দের মা‌ঝে রান্না করা খাবার বিতরন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

পুলিশ লাইন টাগারপাড় এলাকার সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম বাবু’র সভাপতিত্বে এসময় মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মোঃ কাজী আমির, মোঃ মোঃ হামিদ প্রধান, নাসির উদ্দীন, মোঃ সুমন, মোঃ স্বপন, মোঃ শাহীন, মোঃ আব্দুল গফুর ও মোঃ রুবেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ এপ্রিল ভারতের রাজধানী দিল্লির দেরাদুন শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন নাসিম ওসমান। তিনি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে ১৯৮৮৪, ১৯৮৬, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *