দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অনুদান ঢেউটিন ও টাকা বিতরণ করা হয়েছে। আজ সমবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা। এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান মাহাবুবা সিদ্দিকা রুমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক নওসাদ আলী, মাষ্টার আবু হেনা, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল,আনিসার রহমান,আব্দুস সালাম প্রমূখ। শেষে ১৬ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৬ বাণ্ডিল ঢেউটিন ও ৪৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।