কালিহাতী ৮ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মোঃ কামরুল ইসলাম বিপ্লব বেসরকারিভাবে নির্বাচিত

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইল জেলার কালিহাতী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে মোঃ কামরুল ইসলাম বিপ্লব বেসরকারিভাবে নির্বাচিত। রবিবার (২৮ এপ্রিল) পৌরসভার ভূইঁয়া কামার্তি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। গণনা শেষে প্রিজাইটিং অফিসার মো. রাইসুল হাসান টেবিল ল‍্যাম্প প্রতিকের মোঃ কামরুল ইসলাম বিপ্লবকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। মোঃ কামরুল ইসলাম বিপ্লব টেবিল ল‍্যাম্প প্রতিক পেয়েছেন ৯৩২ ভোট। অপরদিকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বি মো. জুরান আলী খান পাঞ্জাবী প্রতিক পেয়েছেন ৪৬৭।

৮ নং ওয়ার্ডের ভুয়া কামার্তি, বৈলানপুর ও কুষ্টিয়ায় মোট ভোটার সংখ‍্যা ২১২৪। তন্মধ্যে প্রাপ্ত বৈধ ভোট প্রদান করেন ১৩৯৯ ও অনুপস্থিত ভোটার সংখ‍্যা ৭২৫।
উল্লেখ্য ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ছাইদুরের স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করায় এ পদটি শূন্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *