টাঙ্গাইলের কালিহাতীতে অর্ধ গলিত লাশ উদ্ধার

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন বাংড়া গ্রামে স্বর্গীয় মদননাথের বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ে পঁচা-গালিত লাশ উদ্ধার। শনিবার (২০ এপ্রিল) সরোজমিনে বাংড়া গ্রামে স্বর্গীয় মদননাথের বাড়ি সংলগ্ন লাশ দেখার জন্য উপস্থিত জনতার ভিড় দেখতে পাওয়া যায়। ঘটনার বিবরণে জানা যায় তীব্র গরমে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন দুপুর সাড়ে ১২টায় বাঁশঝাড়ে গিয়ে লাশ দেখতে পায়। এক কান দুই কান জানতে জানতে আশেপাশে দশ গ্রামের লোকজন লাশ দেখতে আসে। পুলিশ স্টেশন কালিহাতী থানাতেও সংবাদ চলে যায়। লাশ দেখে এলাকাবাসী সনাক্ত করেন মৃত ব্যক্তিটির নাম বাহাজ উদ্দিন (৬৫) বাড়ি। বাংড়া ইউনিয়নের ধুনাইল গ্রামের। প্রাথমিকভাবে মৃত্যুর রহস‍্য জানা যায়নি। তবে গত ১৩ এপ্রিল ফজরের নামাজের জন‍্য বের হয়ে আর বাড়ী ফেরেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *