নওগাঁর বদলগাছী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠান

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ: প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী/২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বরে বদলগাছী প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি পাসপাতাল এই প্রদর্শনী মেলার আয়োজন করেন। এ উপলক্ষে বৃহস্প্রতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার (অঃ দাঃ) কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আবু তালেব প্রাং, বদলগাছী সহকারি কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এনামুল হক ও আব্দুর রহিম দেওয়ান বাবলু।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ নাজমুল হক। দিনব্যাপী এ প্রদর্শনী মেলায় ৪০টি স্টলে নানা প্রজাতির প্রাণী প্রদর্শিত হয়। শেষে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *