সাপাহারে আদিবাসী মঙ্গল টুডু নামে এক কৃষকের আম বাগানের গাছ কর্তনের অভিযোগ

দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার এড়েন্দা বিন্যাকুড়ি গ্রামে শ্রী মঙ্গল টুডু (৫৫) নামে এক আদিবাসী কৃষকের বাগানের শতাধিক আম গাছ রাতের অন্ধকারে প্রতিপক্ষের লোকজন কেটে বিনষ্ট করেছে। এ ব্যাপারে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ করা হয় যে, এড়েন্দা মৌজার ৩৯ শতক জমিতে মঙ্গল টুডু আম বাগান তৈরী করে ভোগ দখল করেন। ১৫ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে প্রতিপক্ষের এড়েন্দা বিন্যাকুড়ি গ্রামের মৃত ইমারত আলীর ছেলে মানিক বাবু (৩৫), সাজ্জাদ হোসেনের ছেলে তসলিম উদ্দিন (৫০), এমদাদুল হক (৩২), জালাল উদ্দীন, হযতর আলী (৪৫), মৃত রমজান আলীর ছেলে ইউনুস আলী (৬০) লাঠি, সাবল, হাসুয়া, দা, কুড়াল সহ তার বাগানের ১০০টি আম গাছ কেটে বিনষ্ট করে। সকালে মঙ্গল টুডু আম বাগানে গেলে প্রতিপক্ষের লোকজন ধাওয়া করে প্রাণনাশের হুমকি দেয়। তারা বাগানের বাঁশের বেড়া ভেঙ্গে ফেলে সুগুলোতে আগুনে পুড়িয়ে দেয়। এতে তার দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাপাহার থানার এএস আই আব্দুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেন। জানতে চাইলে অভিযুক্ত মানিক বাবু ও তসলিম উদ্দীন অভিযোগ অস্বীকার করে জানান, মঙ্গল টুডুর এক ভাইয়ের অংশের জমি তারা কিনেছেন। আমগাছ কাটা বা বেড়া তুলে পুড়িয়ে দেয়ার ঘটনা সম্পুর্ন পরিকল্পিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *