দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসিন হাবিব সবুজ বিশেষ প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ নদী দখল চলছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কালিহাতীর বাংড়া ইউনিয়নের বাংড়া ও পুগলি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত বোয়াল জান নদীতে সরোজমিনে দেখা যায় বাংড়ার সৈয়দ জাকারিয়া হাবিব জাকির বাড়ি সংলগ্ন নদীর ওপার পুগলি- ভেরিপটল গ্রামের পাড় থেকে শুরু করে নদীর মধ্যবর্তী প্রায় পঞ্চাশ হাত জায়গা ও পাশে প্রায় পঞ্চাশ হাত জায়গা সিমেন্টের খুঁটি গেরে মাটি কেটে দখল নিচ্ছে।।
টাঙ্গাইলের লৌহজং নদীর অবৈধ দখল উচ্ছেদ করে টাংগাইলবাসী ও জেলা প্রশাসন সুনাম অর্জন করেছেন। অথচ কালিহাতীতে নদী অবৈধ দখল চলছে। অনতি বিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।