সাংবাদিক নিয়াজ মোর্শেদ সেলিম আর নেই

দৈনিক তালাশ.কমঃ সাংবাদিক নিয়াজ মোর্শেদ সেলিম কিছুক্ষণ আগে দুনিয়ার মায়া ত্যাগ করে মৃত্যু বরন করেছেন।। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।তিনি দীর্ঘদিন সুনামের সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন ‌। মৃত্যুর আগে তিনি বাংলাদেশের আলো পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের আগে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তাকে মিরপুর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরবর্তীতে আজ মঙ্গলবার সন্ধ্যার পর তাকে মুগদা হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। তিনি পটুয়াখালী জেলার দুমকী থানাধীন হাজী আব্দুস সোবহানের পুত্র এবং বিশিষ্ট সমাজ সেবক মরহুম মোকসেদ আলীর নাতি। একই সাথে তিনি মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের চাচাতো ভাই। মৃত্যুর আগে তিনি বাবা-মা, তিন বোন, স্ত্রী ও দুই সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *