দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার জীবন আহম্মেদ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিগত ১০ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার, ঢাকা বিভাগীয় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ এর সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা।
গত বৃহস্পতিবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার একটি কমিউনিটি সেন্টারে “আমার স্বপ্নের সোনারগাঁ” ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিয়াকত হোসেন খোকা বলেন, তিনি ২ বার সোনারগাঁয়ে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন। সাংসদ থাকাকালীন সময়ে সোনারগাঁয়ে বিভিন্ন গুরুত্বপূর্ন ব্রীজ, স্কুল কলেজ ভবন নির্মাণ, কালভার্ট, রাস্তা ঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন করেছেন। এছাড়াও তিনি শিক্ষা সংস্কৃতি নিয়ে কাজ করে গেছেন। করোনা পরিস্থিতি মোবাবেলায় নিজস্ব দল গঠন করে খাদ্য চিকিৎসার ব্যবস্থা করেছেন। করোনায় ৫৮জন মারা যাওয়া মৃত দেহকে তার তৈরি করোনা যোদ্ধা টিমের সহোযোগিতায় দাফনের ব্যবস্থা করেছেন।
সাংসদ আরো বলেন, সোনারগাঁয়ের এমন কোন খাত নেই, যেখানে তার উন্নয়ন হয়নি। তিনি রাস্তাঘাট, ব্রীজ, হাসপাতাল ৩১ থেকে ৫০ শয্যায় উন্নিত, শিক্ষ, হাটবাজার, নদী বেষ্টিত নুৃনেরটেক গ্রামের বিদ্যুতায়ন, শেখ রাসেল স্টেডিয়াম, ইউলুপ, ফুট ওভার ব্রীজ, খাল খনন, ওয়াসা পানি সাপ্লাই, ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ ও পৌর এলাকায় ডাম্পিং ব্যবস্থা গ্রহন করেছে।
তিনি আরো বলেন, আমি সোনারগাঁয়ে যে সকল উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের টেন্ডার প্রক্রিয়া শেষ করেছি সেগুলো আগামী ২ বছর পর্যন্ত বর্তমান সাংসদ উন্নয়ন কাজ হিসেবে উদ্বোধন করতে পারবেন। যদি বর্তমান সাংসদ সবকিছু ঠিকঠাক গুছিয়ে করতে পারে, তাহলে আমার করা টেন্ডার প্রক্রিয়াধীন কাজের মাধ্যমে সোনারগাঁবাসী যথেষ্ট উপকৃত হবে। তাছাড়া আগামী দিনগুলোতে সোনারগাঁবাসীর উন্নয়নের পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে সোনারগাঁ উপজেলা ও নাঃ গঞ্জ জেলা পর্যায়ে থেকে প্রায় শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মী এবং জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।