টাঙ্গাইলে বাংলা নববর্ষ-১৪৩১ বরণ বর্ণাঢ্য আয়োজনে

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,বিশেষ প্রতিনিধি :টাঙ্গাইলে ১লা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩১ বর্ণাঢ্য আয়োজনে

বরণ করা হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে সকাল আটটায় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে শেষ করেন
জেলা শিল্পকলা একাডেমিতে।
বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন
টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর। অন‍্যান‍্যদের মধ‍্যে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের নারী-পুরুষ প্রমূখ।
পরবর্তীতে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশত্ববোধক গান, নৃত্য শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমনকি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *