নওগাঁ মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও চেয়ারম্যান ৮ ভাইস চেয়ারম্যান পদে ৭ জনের মনোনয়ন

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন মহাদেবপুরে উপজেলা চেয়ারম্যান পদে একজন নরীসহ ৮ জন, ভাইস চেয়ারম্যান ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব, তার সহধর্মীনি আয়েশা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ময়নুল ইসলাম, যুবলীগ নেতা মাসুদুর রহমান, ওবাইদুল হক বাচ্চু, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। ভাইস চেয়ারম্যন পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতে আমীর রফিকুল ইসলাম রফিক, সদর ইউনিয়ন আলীগের যুগ্ম সম্পাদক মাহমুদুল ইসলাম নয়ন, মুক্তিযোদ্ধার সন্তান তিমথীয় রায়, মামুনুর রশিদ, আলমগীর হোসেন, চন্দন কুমার বর্মন ও আহসান হাবীব। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, পরমিতা মঞ্জরী মন্ডল, নাবিয়া খাতুন নাইস, মার্জিয়া সুলতানা তৃষা, সাবেক মহিলা মেম্বার তাছলিমা খাতুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী মর্জিনা আক্তার। এ উপজেলা ১ম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *