সিরতা ইউনিয়নে ফাঁসিতে ঝুলে এক নারীর মৃত্যু: ধারণা করা হচ্ছে হত্যা

দৈনিক তালাশ.কমঃ মা,বাবা পরিবারকে ছেড়ে সারাজীবন স্বামীর সংসার করতে আশে প্রতিটি নারী। আর এই স্বামীই যদি হয় ঘাতক। ভালবাসার টানে স্বামীর বাড়িতে থাকে প্রতিটি নারী। স্বামী সন্তান শ্বশুর শাশুড়ী সহ স্বামীর আত্মীয় স্বজনেদের কষ্ট দুঃখ সহ্য করে পরে থাকে। মেয়েরা হলো মায়ের জাতী মমতাময়ী। এদের ভালবাসা প্রচুর। তারা মন থেকেই ভালবাসা উজার করে দেয়। তবুও দেখা যায় স্বামীর বাড়িতে হতে হয় নির্যাতিত।

এরই একটি উদাহরণ হলো উম্মে হানী (২৫)। আজ সোমবার (১৫ এপ্রিল) দুপুর-১২.৩০ মিনিটে ঘটে গেল ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের চর ভবানী পুর কোনাপাড়া চৌরাস্তা মোড়ে ফাঁসিতে ঝুলে উম্মে হানী (২৫) নামের এক নারীর মৃত্যু খবর। মৃত উম্মে হানী (২৫) এর স্বামী সেলিম মিয়া (২৮) পিতা-আতাউল্লাহ্। প্রাথমিক ভাবে হত্যা বলে ধারণা করা হচ্ছে।

তবে স্থানীয় সুত্রে জানা যায়, স্বামী সেলিম (২৮) প্রায় সময়ে তার স্ত্রী উম্মে হানীকে মারধর করে। এমনকি গতকাল রাতে আবার আজও মারধর করার বিষয়ে জানা যায়। স্থানীয় লোকজন হত্যা বলেই বলাবলি করছে। এদিকে স্বামী সেলিম (২৮) নেশা খোঁড়, কেউ কেউ বলছে মাদকদ্রব্য বেচা-কেনার সাথে জড়িত বলেও জানান স্থানীয়রা।

এ ঘটনায় থানায় খবর দিলে কোতোয়ালী মডেল থানার এসআই ত্রিদীপ কুমার বীর সঙ্গীয় অফিসার ফোর্সদের সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয় লোকজনদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মৃত উম্মে হানীর মরদেহকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি মাঈন উদ্দিন সাংবাদিকদের জানান, উম্মে হানী নামের এক নারীর মৃত্যুর ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *