দৈনিক তালাশ.কমঃসৈয়দ মমহসীন হাবীব সবুজ,টাঙ্গাইল: যুবকদের মনোবল হাতীর শক্তিও হার মানায়— কুড়াল ব্যতীত সুবৃহৎ গাছ টেনে উপরে ফেলেছে। শুক্রবার (২৯ মার্চ) টাঙ্গাইল জেলার কালিহাতীর বাংড়া গ্রামে এ ঘটনাটি ঘটিয়েছে যুবকগণ।
বিশাল কাঁঠাল গাছ প্রায় ১০ হাত বেড় মোটা বয়সের ভাড়ে ডালপালা হঠাৎ হঠাৎ ভেঙ্গে ভেঙ্গে পড়ে। কাঁঠাল গাছের নীচে পূর্ব পার্শ্বে ব্যাডমিন্টন কোট ও কাঁঠাল গাছের নীচে পশ্চিম পার্শ্বে বসার বৃহৎ দু’টি বেঞ্চ। যেকোন সময় ডাল ভেঙ্গে মাথায় পড়ে জানমালের ক্ষতি হতে বিধায় যুবকগণ দড়ি ডালে বেঁধে টানটে থাকে। তাতে প্রথমে একটি বৃহৎ ডাল ভাঙতে সক্ষম হয়। ফলে তাদের মনোবল হাতীর শক্তির মতো হয়ে একের পর এক ডাল ভাঙতে থাকে। এতে আরো মনোবল বেড়ে দু’টি হাতীর সমান হয়ে যায়। তা প্রমাণ কযলো যুবকগণ-বৃহৎ গাছে মাটি উপড়ে ফেলে দেয়। যা কাঠুরিয়া কাটলেও একপক্ষ কাল বা ১৫ দিন সময় প্রয়োজন হতো। এ অভিযানে অংশগ্রহণকারী করে সৈয়দ (শাওন, আব্দুল্লাহ, সজল, প্রত্যয়, সাব্বির, মামুনসহ আরো অনেকে)।