দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কালিহাতীর বাংড়া নব জাগরণ সংস্থার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত। শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০ টায় টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন বাংড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রাচীন ভদ্রলোকের বাসস্থান বাংড়া গ্রামে বাংড়া নবজাগরণ সংস্থা (বানজাস)’র উদ্যোগে প্রায় ১০০ পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয়। প্রতিজনকে ১০ কেজি চালের সাথে দশটি আইটেম যথাক্রমে- সয়াবিন তেল, মসুর ডাল, দুধ, চিনি, সেমাই, আটা, লবণ, গায়ে মাখা সাবান, কাপড় কাচা সাবান ও গোল আলু। সৈয়দ আবু নাঈম রাজিব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ তৌহিদুর রহমান লিটন এর ঘোষণায় ঈদ উপহার বিতরণ করা হয়।
উল্লেখ্য, এ ঈদ উপহারে প্রায় ১ লক্ষ ৫০ পঞ্চাশ হাজার টাকা নগদ ও ঈদ উপহার বাবদ ব্যয় করে বাংড়া নবজাগরণ সংস্থা (বানজাস) প্রমাণ করল যে, সমিতি সমাজের উপকারে আসে।