নওগাঁর প্রয়াত মরহুম জননেতা আব্দুল জলিলের পুত্র ব্যারিস্টার নিজামুদ্দিন জন

দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর-৫ আসনে এবারও নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। তিনি বলেন ‘শহরে ফোর লেন সড়কের প্রস্তাবনা দিয়েছি।’ তিনি আরো ও বলেন, ‘আমি মরহুম জননেতা আব্দুল জলিল সাহেবের ছেলে, আমার কাছে জনগণের প্রত্যাশা অনেক, কতটা পূরণ করতে পেরেছি বা ভবিষ্যতে পারব, সেটা জানি না। তবে উপকার করতে না পারলেও কারো ক্ষতি করিনি, কোনো দিন কারোই ক্ষতি করব না। আমি সব সময় অনিয়ম, চাঁদাবাজি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলাম, আছি এবং থাকব। নওগাঁ পৌরসভার প্রতিটি ওয়াডে জনগুরুত্বপূর্ণ রাস্তার কাজ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থেকে স্পেশাল বরাদ্দ এনে সম্পন্ন করব। বিশেষ করে নওগাঁ বাজারে গোশস্তহাটির মোড়ের রাস্তা প্রশস্তকরণসহ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যাব। সেই সঙ্গে নওগাঁ মেডিক্যাল কলেজের যাবতীয় কাজ শিগগিরই সম্পন্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন বলেন, ‘গত পাঁচ বছরে নওগাঁর প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের সংস্কার ও নতুন সড়ক নির্মাণ করেছি। পৌরসভা এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ চলছে। আব্দুল জলিল ইঞ্জিনিয়ারিং কলেজের ভবন নির্মাণকাজের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মেডিক্যাল কলেজের জমি অধিগ্রহণের কাজ চলছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করেছেন। নওগাঁ সদরের প্রত্যন্ত এলাকার বিভিন্ন সড়ক প্রশস্তকরণ ও সংস্কার হওয়ায় যোগাযোগের ক্ষেত্রে শহরের সঙ্গে সেতুবন্ধ তৈরি হয়েছে। উন্নত যোগাযোগের কারণে লোকালয়গুলো যেন ছোট ছোট শহরে পরিণত হয়েছে। সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন বলেন, ‘আগামী পাঁচ বছরে আমার প্রধান কাজ হবে নওগাঁ শহরের মধ্যে দিয়ে ফোর লেন সড়কের কাজ শুরু এবং সমাপ্ত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *