দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ জেলা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা নারায়নগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের পক্ষে নেতাকর্মীরা এক বিশাল বিজয় র্যালি নগরীতে প্রদক্ষিন করে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে কলেজ রোডের সামনে থেকে র্যালিটি নগরীর মূল সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া বিজয় স্তম্বে এসে পুষ্পস্তর্বক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মী মিছিলসহ জাতীয় পতাকা নিয়ে ফুল হাতে নারায়ণগঞ্জ কলেজ রোডের সামনে এসে জড়ো হতে থাকে।
এসময়ে উপস্থিত ছিলেন, মো:হোসেন, মোর্শেদ, মনির হোসেন, বান্টি সহ অসংখ্য নেতাকর্মী বৃন্দ।