দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি:টাঙ্গাইলে এলেঙ্গা হাইওয়ে থানার উদ্যোগে ওপেন হাউজ ডে এবং কমিউনিটি পুলিশ সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৪ মার্চ) সকাল ১১টায় এলেঙ্গা হাইওয়ে থানার সন্মুখে উক্ত সভায় সভাপতিত্ব করেন এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: সাজেদুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার হাইওয়ে সার্কেল গাজীপুর রিজিয়নের আহমেদ রাজিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি আই প্রশাসন টাঙ্গাইল দেলোয়ার হোসেন, টিআই হারুন, কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মোল্লা, আরও উপস্থিত ছিলেন ট্রাক শ্রমিক নেতা ও এলেঙ্গা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হান্নান সিকদার, সিদ্দিকুর রহমান সহ ট্রাক, বাস ও সিএনজি শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আসন্ন ঈদ উপলক্ষে ঈদের ৫ দিন পূর্ব হইতে হাইওয়েতে ট্রাক চলাচল বন্ধ ঘোষণা ও যানজট নিরসনের লক্ষ্যে উন্মুক্ত আলোচনা হয়। উক্ত সভায় সঞ্চালনা করেন ট্রাফিক সার্জেন্ট মো: সায়রুল ইসলাম।